Firefox থেকে Delta search systems কে রিমুভ করার পদ্ধতি
তাহলে চলুন জেনে নেই আমরা কিভাবে আনইন্সটল করব Delta search engine কে। প্রথমে আমরা আলোচনা করব Firefox থেকে কিভাবে আনইন্সটল করতে হয়।
স্টেপঃ-১
ফায়ারফক্স ওপেন করে Tools menu থেকে Add-onsএ ক্লিক করলে বামে একাট মেনু বার পাবেন। সেখান থেকে Extensions এ ক্লিক করুন এবং ডান পাশ থেকে Delta Search কে Remove করে দিন।
স্টেপঃ-২
Controll panel থেকে আনইন্সটল করে দিন।
Start Button >>Control Panel>>Programs>>Uninstall a program>>Delta Search>>Right Click>>Uninstall
স্টেপঃ-৩
Firefox ওপেন করে Address বারের ডানে যে সার্চ বক্স থাকে তার Arrow তে ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু পাবেন সেখান থেকে Manage search engines এ ক্লিক করলে একটা window আসবে সেখানে Delta search সিলেক্ট করে ডান পাশ থেকে Remove বাটনে ক্লিক করে Ok করুন।
স্টেপঃ-৪
Firefox এর Tools মেনু থেকে Option এ ক্লিক করুন তারপর General আইকন টা সিলেক্ট করুন এবং Home page url টা সিলেক্ট করে ডিলেট করে দিন সর্বশেষ Ok করে বেরিয়ে আসুন।
আশা রাখি হোম পেজ থেকে Delta search রিমুভ হয়ে যাবে। এরপর আমরা আলোচনা করব কিভাবে New Tab থেকে Delta search রিমুভ করতে হয়।
এখন আসুন New Tab থেকে Delta কিভাবে Remove করতে হয় তা দেখে নেই।
Firefox ওপেন করে Address বারে লিখুন about:config এবং Enter চাপুন, একটা Message আসবে সেখানে I’ll be careful, I promise! এ ক্লিক করলে একটা লিস্ট আসবে সেখান থেকে কোন কোন লাইনে Delta লেখা আছে তা খুজে বের করুন এবং সেই লাইন গুলো তে entries এর উপর right ক্লিক করে reset করুন। এখানে খেয়াল করতে হবে entries এর সাথে browser.newtab লেখা আছে কি না, যদি থাকে তখনই reset করবেন।
এবার new tab ওপেন করুন দেখবেন delta রিমুভ হয়ে গেছে
আরো টিপস পেতে ভিজিট করুন কম্পিউটার এবং মোবাইল টিপস
Firefox থেকে Delta search systems কে রিমুভ করার পদ্ধতি
Reviewed by Unknown
on
3:11 PM
Rating:
No comments